বগুড়া সদর-৬ আসনের বিএনপির সংসদ সদস্য (এমপি) গোলাম মো. (জিএম) সিরাজ ও তার স্ত্রী শাহনাজ সিরাজ করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার (২৯ জানুয়ারি) তাদের করোনা পরীক্ষা রিপোর্ট পজিটিভ আসে।
রোববার (৩০ জানুয়ারি) বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, চিকিৎসকদের পরামর্শক্রমে তারা নিজ বাসায় চিকিৎসাধীন। দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন তারা।
এছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু সস্ত্রীক, আরেক স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুসহ একাধিক নেতা করোনায় আক্রান্ত হয়ে নিজ-নিজ বাসায় চিকিৎসাধীন আছেন।