শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০১:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

বঙ্গবন্ধুর সফর স্মরণ করতে স্মারক বই প্রকাশ করবে জাপান দূতাবাস

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২, ১০.১৯ এএম
  • ২২৪ বার পড়া হয়েছে

আগামী ১০ ফেব্রুয়ারি জাপান ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্ণ হতে যাচ্ছে। এ উপলক্ষে চলতি বছরে ঢাকা ও টোকিওতে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে দেশ দুটি।

বুধবার (২৬ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। এ সময় মন্ত্রী ও রাষ্ট্রদূত সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠান এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেন।

বৈঠকে মন্ত্রী ও রাষ্ট্রদূত ১৯৭৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাপানে ঐতিহাসিক সরকারি সফরের কথা স্মরণ করেন, যা দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের দৃঢ় ভিত্তি স্থাপন করেছিল।

জাপানের রাষ্ট্রদূত জানান, দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে ঢাকার জাপান দূতাবাস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাপান সফরের একটি স্মারক বই প্রকাশ করবে।

রাষ্ট্রদূত বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে প্রত্যাবাসন এবং কক্সবাজার ক্যাম্প থেকে ভাসানচরে স্থানান্তরের বিষয়ে জাপান সরকারের সমর্থন পুনর্ব্যক্ত করেন। পররাষ্ট্রমন্ত্রী রাখাইনে অনুকূল পরিবেশ এবং প্রত্যাবর্তনের ক্ষেত্রে মিয়ানমারে জাপানের প্রভাব ব্যবহার করার জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ করেন।

রাষ্ট্রদূত আশ্বস্ত করেন, জাপানি এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীরা আগামী বছরের শুরু থেকে আড়াই হাজার অর্থনৈতিক অঞ্চলে তাদের কারখানা স্থাপন করবে। তিনি বাংলাদেশে আরও জাপানি বিনিয়োগের সুবিধার্থে শুল্ক ও সংশ্লিষ্ট বিষয়গুলো সহজ করতে পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেন। মোমেন বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2025
Theme Developed BY ThemesBazar.Com