সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। করোনা টেস্ট করলে বুধবার (২৬ জানুয়ারি) তাদের রিপোর্ট পজিটিভ আসে।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আমির খসরু মাহমুদ ও উনার সহধর্মিণী তাহেরা খুসরু কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। আজ সন্ধ্যায় তারা পরীক্ষার রিপোর্ট পেয়েছেন।
এছাড়া বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুসহ একাধিক নেতা করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে নিজ-নিজ বাসায় চিকিৎসাধীন আছেন।