করোনা মোকাবিলায় বাংলাদেশকে ৩ লাখ ৩৭ হাজার ৩৫০ ডোজ জনসন অ্যান্ড জনসনের টিকা উপহার দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই প্রথমবারের মতো জনসন অ্যান্ড জনসন টিকা পেল বাংলাদেশ।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের সরকারি সাহায্য সংস্থা ইউএসএইড তাদের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, করোনাভাইরাসের অতি-সংক্রামক ভ্যারিয়েন্ট ওমিক্রনে হাসপাতালে ভর্তি ঠেকাতে জনসন অ্যান্ড জনসনের কোভিড-১৯ টিকার বুস্টার ডোজ ৮৫ শতাংশ কার্যকর। জনসনের বুস্টার ডোজ নেওয়ার পর এক থেকে দুই মাস পর্যন্ত এই সুরক্ষা পাওয়া যায় বলে দক্ষিণ আফ্রিকার এক গবেষণায় উঠে এসেছে।
পরিবহন এবং প্রয়োগের সুবিধার কারণে জনসনের টিকা অনেকের পছন্দের। এছাড়া এই টিকার মাত্র একটি ডোজ প্রয়োগ করতে হয়; যা প্রত্যন্ত গ্রামীণ এলাকাতেও সহজেই পরিবহন এবং প্রয়োগ করা যায়।