সিএনএম প্রতিনিধিঃ
রাজধানীর মিরপুরে দেড় হাজার তিতাস গ্রাহকের গ্যাস বিলের ১০ কোটি টাকা আত্মসাতের মূলহোতা ফারুককে গ্রেপ্তার করেছে র্যাব।
রবিবার (৬ জুন) রাতে তাকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। ইর্ন্টান ব্যাংকিং এন্ড কমার্স নামে একটি এজেন্ট ব্যাংকিং প্রতিষ্ঠানের মিরপুর এলাকায় কার্যক্রম পরিচালনার মাধ্যমে এই জালিয়াতি করছিল এই প্রতারক।
সোমবার (৭ জুন) বিকেলে কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এসব তথ্য তুলে ধরা হয়। এ ঘটনার সঙ্গে তিতাস কিংবা সংশ্লিষ্ট কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হবে।
এছাড়া যেসব গ্রাহক প্রতারিত হয়েছেন, তাদের মামলা করার অনুরোধ করা হয় সংবাদ সম্মেলনে।