সিএনএম প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কটিয়াদী থেকে বিয়ে বাণিজ্যের অভিযোগে নাঈম নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শনিবার (২২ মে) রাতে উপজেলার মসূয়ায় এলাকার শ্বশুর বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটক নাঈম কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়েনের শিমুলকান্দী গ্রামের মফিজ মিয়ার ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি চক্র বিভিন্ন এলাকায় নিম্ন মধ্যবিত্ত পরিবারের উঠতি বয়সী মেয়েদের বিয়ে করে অভিভাবকদের কাছ থেকে কৌশলে টাকা হাতিয়ে নিচ্ছেন। এই চক্রের ৪-৫ জন সদস্য ভিন্ন ভিন্ন ভূমিকা পালন করেন। কেউ ছেলের বড় ভাই, কেউ চাচা, কেউ মামা আবার কেউবা ঘটকের ভূমিকা পালন করতেন।এই চক্রের এক সদস্য নাঈম ওরফে রাজু। তিনি এতিম ছেলে হিসেবে মেয়ের অভিভাবকদের সহানুভূতি নিয়ে প্রতারণা করতেন। বিয়ের আগেই ঘটক কিছু টাকা হাতিয়ে নেয়। তারপর নতুন জামাই বিভিন্ন অজুহাতে মেয়ের পরিবার থেকে টাকা নেওয়া শুরু করেন। টাকা দেওয়া বন্ধ হলেই নাঈম সেখান থেকে চলে যেতেন। পরবর্তীতে এ চক্রের সদস্যরা মিলে আবার নতুন বিয়ের মিশনে নামতেন।
নাঈম গত ৯ মাসে কটিয়াদীতে দুইটি, ভৈরবে একটি এবং নরসিংদী জেলার মনোহরদীতে একটি বিয়ে করেছে বলে তথ্য পেয়েছে কটিয়াদী মডেল থানা পুলিশ। তার বিরুদ্ধে জোরপূর্বক গর্ভপাত ঘটানোর অভিযোগও পাওয়া গেছে। এমন অভিযোগে শনিবার রাতে উপজেলার মসূয়ায় এলাকার শ্বশুর বাড়ি থেকে তাকে আটক করে কটিয়াদী মডেল থানা পুলিশ।
হোসেনপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সোনাহর আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, একটি প্রতারক চক্র দীর্ঘ দিন ধরে বিভিন্ন এলাকায় বিয়ে বাণিজ্য করে আসছে। এমন অভিযোগে নাঈম ওরফে রাজুকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে কটিয়াদী মডেল থানায় মামলা। যদি আরও কেউ এই প্রতারকদের মাধ্যমে প্রতারিত হয়ে থাকেন তাহলে কটিয়াদী মডেল থানায় যোগাযোগের জন্য বলা হয়েছে।