সিএনএম প্রতিনিধিঃ
বগুড়ায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, (জি) বিএন এর নেতৃত্বে শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে এক কোটি টাকার কষ্টি পাথরের বিষ্ণু মূতিসহ রিজা মিয়া (৪০) নামের একজনকে আটক করেছে । রিজা ওই গ্রামের মৃত ইয়াসিন আলী ফকিরের ছেলে।
বুধবার (১৯ মে) রাত ১০ টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে র্যাব।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার বিকেলে শিবগঞ্জ উপজেলার রায়পুর ইউনিয়নের মহাস্থানগড় উত্তরপাড়া অভিযান চালিয়ে মূর্তিসহ রিজাকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা একটি মুঠোফোন ও দুটি সিমকার্ড জব্দ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আটক রিজা একজন চোরাকারবারী। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।