শুক্রবার, ২০ জুন ২০২৫, ০৬:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫
সংবাদ শিরোনাম ::
সকল ষড়যন্ত্র রুখে দিতে নির্বাচিত সরকারের বিকল্প নেই : আব্দুস সালাম পুলিশকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়া আসামি গ্রেপ্তার থানা থেকে লুট করা পিস্তলসহ তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেফতার আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে ছাত্রদলের সড়ক ইশরাকের শপথ নেয়ার আইনি কোনো সুযোগ ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ভিটিকান্দি ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক শহিদুল্লাহ গ্রেপ্তার দেড় মাসে ও ধর্ষিতার মামলা নেয় নি যাত্রাবাড়ি থানা পুলিশ ন্যায় বিচার পেতে বিভিন্ন দপ্তরে শিশু সন্তান নিয়ে ঘুরে বেড়াচ্ছে ২৮ জুন বিকল্প স্থানে কাউন্সিলের আহ্বান শীর্ষ‌ নেতা‌দের বিভিন্ন অভিযোগে ৯ জন আসামিকে গ্রেফতার

ঈদের দিন সায়দাবাদে অবস্থান কর্মসূচিতে পরিবহন শ্রমিকরা

  • আপডেট সময় শুক্রবার, ১৪ মে, ২০২১, ২.০৬ পিএম
  • ৩৬৯ বার পড়া হয়েছে
ঈদের দিন অবস্থান কর্মসূচিতে পরিবহন শ্রমিকরা

সিএনএম প্রতিনিধিঃ

 

রাজধানী ঢাকাসহ সারাদেশে বাস ও ট্রাক টার্মিনালে অবস্থান কর্মসূচি শুরু ক‌রে‌ছেন সড়ক পরিবহন মালিক ও শ্রমিকরা। দূরপাল্লার বাস চলাচলের অনুমতি না দেওয়ায় ঈদুল ফিতরের দিন তারা অবস্থান কর্মসূচি করেন।ঈদুল ফিতরের দিন সবাই যখন আনন্দে মেতে উঠেছেন, তখন পরিবহন খাতের মালিক ও শ্রমিকরা দা‌বি আদা‌য়ে অবস্থান নি‌য়ে‌ছেন।
শুক্রবার (১৪ মে) সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত তাদের এ কর্মসূচি চলবে।

সকাল ১০টায় রাজধানীর সায়দাবাদ বাস টা‌র্মিনাল ভব‌নের সাম‌নে অবস্থান নি‌য়ে‌ছেন সয়দাবাদ আন্তঃজেলা ও নগর বাস টা‌র্মিনাল শ্র‌মিক ক‌মি‌টি। ঢাকা মহানগর সড়ক প‌রিবহন শ্র‌মিক ইউনিয়নের ব্যানা‌রে কর্মসূচির নেতৃত্ব দি‌চ্ছেন সগঠন‌টির সভাপ‌তি হাজী মো আলী সুবা।

কর্মসূচিতে অংশ নেওয়া নেতারা ব‌লেন, ক‌রোনায় লকডাউনে মার্কেট, শ‌পিং মলসহ সব কিছু খু‌লে দেওয়া হ‌য়ে‌ছে। কিন্তু গণপরিবহন চালুর ক্ষে‌ত্রে নানা তালবাহানা চলছে। কর্মহীন হ‌য়ে আমা‌দের শ্র‌মিকরা না খে‌য়ে দিন কাটা‌চ্ছেন। আমরা কর্ম চাই। স্বাস্থ্য‌বি‌ধি মে‌নে গা‌ড়ি চালা‌তে চাই।

তারা বলেন, লকডাউ‌নে সব প‌রিবহন চল‌ছে। ফে‌রি‌তে হাজার হাজার মানুষ যাতায়াত কর‌ছে। পদদলিত হ‌য়ে মানুষ মারা যা‌চ্ছে। তাহ‌লে বাস চলাচ‌ল কেন বন্ধ? আমরা ঈ‌দের দিন আনন্দ না ক‌রে রাস্তায় অবস্থান কর্মসূ‌চি ক‌রছি। আমরা পে‌টের ক্ষুধায় রাস্তায় নে‌মে‌ছি। আমা‌দের পাঁচ দফা যৌ‌ক্তিক দা‌বি‌ মান‌তে হ‌বে।

পরিবহন মালিক শ্রমিকদের ৫ দাবি:
১. স্বাস্থ্যবিধি মেনে মােট আসনের অর্ধেক যাত্রী নিয়ে দূরপাল্লার পরিবহনসহ সব গণপরিবহন এবং স্বাভাবিক পণ্যবাহী পরিবহন চলাচলের সুযােগ দিতে হবে।

২. লকডাউনের কারণে কর্মহীন সড়ক পরিবহন শ্রমিকদের ঈদের আর্থিক অনুদান ও খাদ্য সহায়তা প্রদান করা লকডাউনে গণপরিবহন বন্ধ থাকায় মালিকদের যানবাহন মেরামত, কর্মচারী ও শ্রমিকের বেতন, ভাতা ও ঈদ বােনাস ইত্যাদি দেওয়ার জন্য নামমাত্র সুদ ও সহজ শর্তে পাঁচ হাজার কোটি টাকা প্রণোদনা দিতে হবে।

৩. সারা দেশে বাস ও ট্রাক টার্মিনালগুলােয় পরিবহন শ্রমিকদের জন্য আসন্ন ঈদের পূর্বে ও পরে ১০ টাকায় ওএমএসের চাল বিক্রির ব্যবস্থা করা।

৪. কোভিড-১৯ এর কারণে গণপরিবহন ব্যবসায় অর্থ বিনিয়ােগের বিপরীতে সব ব্যাংক ঋণ, আর্থিক প্রতিষ্ঠান ঋণ ও ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের ঋণের সুদ মওকুফসহ কিস্তি চল‌তি বছ‌রের ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করা। পাশাপাশি ২ শতাংশ ডাউন পেমেন্ট নিয়ে শ্রে‌ণিকৃত ঋণগুলাে নিয়‌মিত করার সুযোগ দি‌তে হবে।

৫. লকডাউনে বন্ধ থাকার সময় গাড়ির ট্যাক্স-টোকেন, রুট পারমিট ফি, আয় করসহ সব ধরনের ফি, কর ও জরিমানা মওকুফ করে ৩১ ডিসেম্বর ২০২১ পর্যন্ত কাগজপত্র হালনাগাদের সুযােগ দিতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2025
Theme Developed BY ThemesBazar.Com