সিএনএম প্রতিনিধিঃ
কক্সবাজার শহরের কলাতলী থেকে ইয়াবাসহ মা-ছেলেকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বস্তাভর্তি ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। শনিবার (৮ মে) সকাল ৭টার দিকে মধ্যম কলাতলীর শামসুল ইসলামের বাড়ি থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মধ্যম কলাতলীর শামসুল ইসলামের স্ত্রী ফাতেমা বেগম (৪০) ও তার ছেলে সাইফুল ইসলাম (২২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ফাতেমা বেগমের বড় ছেলে রাসেল সাগর পথে ইয়াবা এনে পাচার করছিল। শনিবার ভোরে পুলিশ তার বাসায় অভিযান চালিয়ে ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ রাসেলের ছোট ভাই সাইফুল ও মাকে আটক করে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মামুনুল ইসলাম বলেন, ইয়াবাগুলো কলাতলীর নৌকার ঘাট দিয়ে এসে শামসুল ইসলামের বাড়িতে রাখা হয়। পরবর্তীতে পাচার করা হয়। সে রকম একটি চালানের খবর পেয়ে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়।