সিএনএম প্রতিনিধিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা ৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।
এ সময় ফুল দিয়ে শ্রদ্ধা জানান সাংসদ পুত্র সদ্য কারামুক্ত মোহাম্মদ ইরফান সেলিমও।
শ্রদ্ধা নিবেদন শেষে মামলার বিষয়ে ইরফান সেলিম বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমার মামলা বিচারাধীন রয়েছে। সুতরাং এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। আমার প্রতি জনগণের ভালবাসা ও দোয়া রয়েছে, এজন্য আমি আপনাদের মধ্যে ফিরে এসেছি।