সিএনএম প্রতিনিধিঃ
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন সরকারের ভুল সিদ্ধান্তের কারণেই জনগণ টিকা প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে ।
সোমবার (২৬ এপ্রিল) দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এই অভিযোগ করেন।
মির্জা ফখরুল বলেন, ‘আজকে এতো বড় একটা বৈশ্বিক মহামারী, এতো বড় একটা বিপর্যয়, সেই বিপর্যয়ের মধ্যে সরকার শুধু ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। এমন সিদ্ধান্তের পেছনে তাদের আর্থিক সম্পর্ক রয়েছে। এর ফলে জনগণ আজ টিকা পাচ্ছে না, আরো ঝুঁকির মধ্যে পড়ছে।’
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘যেখানে সাড়ে ১২ কোটি মানুষকে ভ্যাকসিনেটেড করে হার্ড ইউমেনিটি আনা প্রয়োজন সেখানে আজকে সরকারের অযোগ্যতা, ব্যর্থতা, দুর্নীতি এবং তাদের প্রোফিট তৈরি করার যে মানসিকতা, সেই সাথে নিজেদের লোকগুলোকে আর্থিকভাবে সুবিধা পাইয়ে দেয়ার জন্য দুর্নীতির আশ্রয় নিয়ে গোটা জাতিকে আজকে বিপদগ্রস্থ করে ফেলা হয়েছে।’
চলমান লকডাউনে দিন আনে দিন খায় দরিদ্র নিম্ন আয় মানুষজনকে সরকার কোনো সহযোগিতা করেনি অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, ‘সরকারের দায়িত্বটা কী? প্রয়োজনে, প্রাকৃতিক বিপর্য়য়ে যদি এসব মানুষের পাশে এসে দাঁড়াতে না পারে তাহলে তারা কোন কাজটা করছে। একটা কাজ করছে- ভিন্নমতকে দমন করছে এবং একই সাথে দুর্নীতি করছে, দুর্নীতির পাহাড় গড়ে তুলছি। আমরা অবিলম্বে দুঃস্থ মানুষ যারা দিন আনে দিন খায় তাদেরকে আর্থিক প্রণোদনার জন্য আহবান জানিয়েছি। আজকে আবারো সেই আহবান জানাচ্ছি।’
ভ্যাকসিনের বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘স্থায়ী কমিটির সভা মনে করে অবিলম্বে মূল্য পরিশোধিত ভ্যাকসিন সরবারহের জন্য ভারত সরকারের সাথে বোঝাপড়া করতে হবে। বর্থ হলে আন্তর্জাতিক পর্যায়ে আইনের আশ্রয় গ্রহন করতে হবে।’