সিএনএম প্রতিনিধিঃ
বগুড়া শহরের শোলাগাড়ীতে ৪১৭ বোতল ফেনসিডিলসহ চার ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব। এসময় একটি পিকআপ, ছয়টি মোবাইল ফোন, ৯টি সিমকার্ড ও নগদ ২৮০০ টাকা উদ্ধার করা হয়।
রোববার (২৫ এপ্রিল) সকালে বগুড়া শহরের শোলাগাড়ী নামক স্থানে এ অভিযান চালানো হয়।
গ্রেফতাররা হলেন-লক্ষ্মীপুরের আদিলপুর গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের ছেলে মনির হোসেন (৩২), দিনাজপুরের বিরামপুর উপজেলার বিপুল মাগুড়াপাড়া গ্রামের মৃত মোখলেছার রহমানের ছেলে বাদল রহমান (২৭), বুজরু বালশিরা গ্রামের মৃত হাবিবর রহমানের ছেলে ওবায়দুল (৩০) ও শিয়ালা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে সোহেল রানা (২১)।
গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে।
র্যাব-১২ বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার স্বজল কুমার সরকার গ্রেফতারদের ‘মাদক ব্যবসায়ী’ দাবি করে জানান, ওই চার যুবক দীর্ঘদিন ধরেই মাদকের চালান বিভিন্ন জায়গায় সরবরাহ করতেন। তারা অভিনব কায়দায় তাদের ব্যবসা চালাতেন। গোপন তথ্যের ভিত্তিতে শহরের শোলাগাড়ী নামক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।