সিএনএম প্রতিনিধিঃ
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কোনো চমক ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে ।
১৮ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। ওয়ানডের পর টেস্ট দলেও ফিরেছেন সাকিব আল হাসান। সঙ্গে ফিরেছেন সাদমান ।
আগামী ৩ ফেব্রুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু হবে। ১১ ফেব্রুয়ারি ঢাকায় হবে দ্বিতীয় টেস্ট।
বাংলাদেশ টেস্ট স্কোয়াড: মুমিনল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাজমুল হেসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, লিটন কুমার দাশ, ইয়াসির আলী চৌধুরী, সাইফ হাসান, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান, তাইজুল ইসলাম, সাদমান ইসলাম, নাঈম হাসান, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী ও হাসান মাহমুদ।