একটা ঠিকানা
নুরুন্নবী সোহেল
একটা ঠিকানা চায় সবাই
রাস্তার নয়, শহরের নয়,
নিরব সত্তার ভেতরে গোপনে রাখা
একটা অদৃশ্য ঠিকানা ।
যেখানে পৌঁছাতে মানচিত্র লাগে না,
শুধু সাহস লাগে
নিজের চোখে নিজের চোখ রাখা,
নিজেকে চিনে নেওয়ার মতো নীরবতা।
দুঃখ সেখানে শব্দ হারায়,
কষ্ট খুলে রাখে জং ধরা বোতাম,
বেদনা ধীরে ধীরে
নিজের ছায়াকেই ক্ষমা করে।
অভিমান ঝরে পড়ে
পুরোনো দেয়ালের খোসার মতো,
অপমান
শেষমেশ বুঝে নেয়,
সে ছিল ভুল ঠিকানায় পাঠানো চিঠি।
এই ঠিকানায় পৌঁছালে
আর কাউকে প্রমাণ দিতে হয় না,
নিজের ভেতরেই
নিজেকে রেখে আসা যায়
হালকা, মুক্ত,
নামহীন এক শান্তিতে।।