এম আই হোসেন ও এম জে হোসেনঃ
ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি, নিপুন রায় চৌধুরী বলেছেন,আগামীর জাতীয় সংসদ নির্বাচন দেশ ও সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন।
শনিবার (০৩ জানুয়ারি)বিকেলে জিনজিরা ইউনিয়ন ঈদগা মাঠে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি আয়োজিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নিপুন রায় চৌধুরী বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র আজ নানা চক্রান্তের মুখে। তাই দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করার যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গণতন্ত্র রক্ষার লড়াইয়ে দলের নেতাকর্মীদের জনগণের পাশে থেকে কাজ করতে হবে। মানুষের সুখ-দুঃখ, ন্যায্য দাবি ও অধিকার আদায়ের আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত থাকতে হবে।
তিনি আরোও বলপন, গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতীক হিসেবে ধানের শীষকে বিজয়ী করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
সঞ্চালনা করেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক, মোজাদ্দেদ আলী বাবু।
ঢাকা জেলা বিএনপির সহ-সভাপতি, শাহ নেওয়াজ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি, আলী হোসেন আলী, ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, জয়নাল আবেদিন বাবুল, দক্ষিণ কেরাণীগঞ্জ থানা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি,পাভেল মোল্লাসহ মিলাদ মাহফিল স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।