কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনের জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী মোঃ মনিরুজ্জামান বাহলুল বলেন, মাহে রমজান হচ্ছে মানবতার মুক্তি সনদ মহাগ্রন্থ আল কুরআন নাযিলের মাস। রমজান হচ্ছে বদরের মাস, ক্বদরের মাস। এই মাসে কুরআন-হাদীসের আলোকে জীবন পরিচালনার পাশাপাশি ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে সবাইকে কাজ করতে হবে। একটি মুসলিম রাষ্ট্র হয়েও কুরআন দিয়ে দেশ শাসন না হওয়ার কারণে দেশে ঘুষ, দুর্নীতি, হত্যা, সন্ত্রাস, নৈরাজ্যের পরিণত হয়েছে। দেশকে অপশাসন-দুঃশাসনমুক্ত করতে হলে দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে হবে। জীবনের সকল ক্ষেত্রে পরিপূর্ণভাবে ইসলামের অনুসরণ করতে হবে। অন্যথায় আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। জামায়াতে ইসলামী আল্লাহর আইন ও সৎলোকের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে একটি মানবিক ও আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। দেশে এমন লোকের শাসন প্রতিষ্ঠিত হতে হবে যারা আল্লাহকে ভয় পান। তিনি আরো বলেন, ৫আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশকে সম্মিলিতভাবে এগিয়ে নিতে হবে। এদেশে ফ্যাসিস্টদের পুনর্বাসনের কোন সুযোগ দেয়া যাবেনা। দেশপ্রেমিক জনতাকে কঠিন ঐক্য গড়ে তোলার মাধ্যমে দেশবিরোধী সকল ষড়যন্ত্রে রুখে দাঁড়াতে হবে। দেশে ইসলামী জাগরণ তৈরীর সুযোগকে কাজে লাগাতে হবে। নিজেদের অধিকার প্রতিষ্ঠার শপথ নিতে হবে। সর্বোপরি সত্যিকারের মুক্তির জন্য কুরআনের সমাজ বিনির্মাণের বিকল্প নেই। সকল ষড়যন্ত্র উপেক্ষা করে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে আমাদের পথচলা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
বুধবার (১৯ মার্চ) কুমিল্লার তিতাস উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ভিটিকান্দি ও সাতানী ইউনিয়ন শাখা’র উদ্যোগে সর্বস্তরের জনগনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে জেলা কর্ম পরিষদ সদস্য, জামায়াতে ইসলামী দাউদকান্দি উপজেলা শাখা’র আমির ও কুমিল্লা-১ আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী মোঃ মনিরুজ্জামান বাহলুল উপরোক্ত এসব কথা বলেন।
জামায়াতে ইসলামী’র ভিটিকান্দি ইউনিয়ন শাখার সভাপতি মোঃ আলাউদ্দিন ভূঁইয়া ও সাতানী ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক মোঃ আব্দুল আউয়াল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী তিতাস উপজেলা শাখার আমির ইঞ্জিনিয়ার শামীম সরকার বিজ্ঞ, সেক্রেটারি মোহাম্মদ সালাউদ্দিন সরকার, জেলা নির্বাহী সদস্য ও আই-বি-ডব্লিউ-এফের তিতাস শাখার সভাপতি মুহাম্মদ ছবির হোসেন, সেক্রেটারি মো. নুরে আলম সরকার, জামায়াতে ইসলামী সাতানী ইউনিয়নের সভাপতি হাফেজ মাসুম বিল্লাহ, জগতপুর ইউনিয়নের সভাপতি অধ্যাপক মাওঃ গোলাম মোস্তফা ও সেক্রেটারী মাওলানা জাকারিয়া মোল্লা প্রমুখ।
এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত ইফতার মাহফিলটি একটি মিলন মেলায় পরিণত হয়। মাহফিলে দারসুল কুরআন ও মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা পেশ করে দেশ-জাতির মঙ্গল কামনা করে দোয়া-মোনাজাত পরিচালনা ইফতার বিতরণের মধ্যে দিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠান গুলোর সমাপ্তি ঘটে।