শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০১:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

আর সিনেমা করবেন না বর্ষা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৫.৩৬ পিএম
  • ৩৮ বার পড়া হয়েছে

সিএনএম ডেস্কঃ

চলচ্চিত্র জগতের পরিচিত নায়িকা বর্ষা ঘোষণা দিয়েছেন তিনি আর সিনেমা করবেন না। স্বামী অনন্ত জলিলের সঙ্গে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বর্ষা। তিনি জানান, হাতে কিছু ছবির কাজ রয়েছে, এগুলো শেষ করতে করতে অনেক সময় চলে যাবে, এরপর আমি আর নতুন কোন ছবি করব না।

বর্ষা তার এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে বলেন, আমি খুব বাস্তববাদী। বয়সের সাথে সাথে নায়িকাদের স্ক্রিনে উপস্থিতি ভালো লাগে, আর তা সীমিত সময়ের জন্য হওয়া উচিত। আমার ক্ষেত্রেও বিষয়টি তাই।

অনন্ত জলিল তার স্ত্রীর সিদ্ধান্তে সমর্থন জানিয়ে বলেন, এখন যারা নায়িকা হিসেবে কাজ করছেন, তাদের মধ্যে অনেকের বয়স বর্ষার থেকে বেশি। তবুও সে এই সিদ্ধান্ত নিয়েছে। এদিকে আমাদের বড় ছেলে ১০, ছোট ছেলে ৭। কয়েক বছর পর বড় ছেলে ১৪-১৫ বছর বয়সে পৌঁছাবে। তখন যদি সে দেখে তার মা সিনেমার নায়িকা, তখন তার মনের অবস্থা কী হবে? এসব চিন্তা করেই বর্ষা সিনেমা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে।

এসময় বর্ষা অনন্ত জলিলের অভিনয়ের বিষয়ে বলেন, অনন্ত চাইলে কাজ করে যেতে পারে। কারণ আমি জানি, সে নারীদের ভিড়ে গেলেও তার কাজ শেষ করে ঘরেই ফিরবে, অন্যদের দিকে নজর দেবে না।

আজকের সংবাদ সম্মেলনে রোজা পালনরত অবস্থায় মেকআপ ছাড়াই উপস্থিত হন বর্ষা। উল্লেখ্য, তার ক্যারিয়ার শুরু হয়েছিল ছোট পর্দার মডেল হিসেবে। এরপর ‘খোঁজ: দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে তিনি ও অনন্ত জলিল বড় পর্দায় জুটি বেঁধে কাজ শুরু করেন। তবে তাদের অভিনয় দর্শকদের মন না কাড়লেও, বেশ কিছু ছবি সুপারহিট হয়েছিল। ব্যক্তিগত জীবন এবং তাদের আচরণও দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল, যার কারণে তাদের নিয়ে সোশ্যাল মিডিয়াতে নানা মিমস ও আলোচনা তৈরি হয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2025
Theme Developed BY ThemesBazar.Com