সিএনএমঃ
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, এই সরকারকে বিব্রত করার জন্য একটি মহল মাঠে নেমেছে। তাদের বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না।
শুক্রবার শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে জন্মাষ্টমী উদযাপন অনুষ্ঠানে তিনি এমন কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, উপাসনালয়ে যারা হাত দেয় তারা মানুষ নয়, পশু।
তাদের বিচার করা হবে বলেও জানান ধর্ম উপদেষ্টা।
মহানগর সার্বজনীন পূজা কমিটি এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
তিনি বলেন, কিছু দুষ্কৃতিকারী ৫ আগস্টের পর সাম্প্রদায়িক হামলা করে। উপদেষ্টা আসিফ মাহমুদ আরও বলেন, সামনে দুর্গাপূজা।
অনেক জায়গায় হামলার ষড়যন্ত্র চলছে। কেউ এমন ষড়যন্ত্রে লিপ্ত হলে, এই সরকার ছাড় দেবে না।
বাংলাদেশ সম্প্রীতির দেশ। এদেশ বৈষম্যবিহীন হবে এমন আশাবাদ ব্যক্ত করেন বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা