বনভোজন —
মোহাম্মদ মনির হোসেন
বনভোজনে খেতে বসে মোর চোখে পড়ে তার হাসি
হাসি দেখে কলি ফোটে চোখ দেখে যে ফুল ফোটে,
সে থেকে মোর পথচলা হঠাৎ করে থেমে আসে
বলবো কথা মন দিয়ে চোখ হাসি কি পাবো নাকি।
কথা বলে মুচকি হেসে চোখ মেলে না সরাসরি
বুকের মাঝে অনুভূতি বিন বা যে মোর কথা বলি,
হাতে ধরি কথা বলি
চোখ মেলনা চোখ রাখি।
পথ মাঝে সাথী পেয়ে
কাটা খেয়ে যে ফুল আনি,
কষ্টিকালো শাখা আলো
তবু মালা হয় সুতা ধরি।
মালাখানি হাতে ধরি
দেব পরায়ে মাথা ধরি
দেরি সশে হলো মাঝে
শাদী মোবারক হো গাই
অবশেষে মাথা বিষে,
বনগাই মে চল গাই।