সিএনএমঃ
র্যাব-৮,বরিশাল,সদর কোম্পানী অভিযান পরিচালনা করে বরিশাল কোতোয়ালি থানাধীন এলাকা হতে বরিশাল মহানগরীর কোতয়ালী থানার চাঞ্চল্যকর ০৮ বছরের শিশু ২য় শ্রেণীর ছাত্রীর ধর্ষণ মামলার প্রধান ধর্ষণকারী ০১জন আসামী মামলা হওয়ার ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার।
ভিকটিম শিশু পাপড়ি বিশ্বাস (৮) ১৯/০৩/২০২৪ তারিখ বিকাল অনুমান ০৪:০০ ঘটিকার সময় বরিশাল মহানগরের কোতয়ালী মডেল থানাধীন ৫নং চরমোনাই ইউপির রাজারচর বেপারী বাড়ী পুকুর পাড়ে নিজেদের ছাগল দেখাশুনার জন্য যায়।
গ্রেফতারকৃত আসামি আব্দুল গনি খা (৭৫), সাং- রাজারচর, থানা- কোতোয়ালি, জেলা- বরিশাল ভিকটিমের হাত ধরে জোড় পূর্বক টেনে পুকুড়ের পশ্চিম পাড়ে সুপারী গাছের নিচে নিয়ে ভিকটিম শিশুকে ধর্ষন করার চেষ্টা করে। এই সময় ভিকটিম ডাক চিৎকার দিলে ভিকটিমের মা চিৎকার শুনতে পেয়ে পার্শ্ববর্তী বাড়ীর কতিপয় লোকজন নিয়ে ঘটনাস্থলে যায়। আসামী লোকজনের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালাইয়া যায়। ভিকটিম উপস্থিত লোকদের ঘটনার বিষয়ে বিস্তারিত জানায়।
উল্লেখিত ঘটনায়, ভিকটিমের মা বাদী হয়ে বরিশাল মহানগরের কোতয়ালী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। উল্লেখিত ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য এবং জনমনে ক্ষোভের সৃষ্টি করে । আসামি আত্মগোপনে চলে যায়।আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় আসামি সনাক্ত করে গ্রেফতার করা হয়।