সিএনএমঃ
বান্দরবানে আড়াই কোটি টাকার নিষিদ্ধ মাদক আফিমসহ লেম থার সাং বম নামে এক পাহাড়ি যুবককে আটক করেছে জেলা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)।
মঙ্গলবার সন্ধ্যায় বান্দরাবান সদরের পশ্চিম বালাঘাটা স্বর্ণমন্দির এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত লেম থার সাং বম (৩৩) রুমা উপজেলার দুর্গম সুলোপি পাড়া এলাকার পাম কুম বমের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম বালাঘাটা স্বর্ণমন্দির এলাকায় একটি যাত্রীবাহী বাসে অভিযান পরিচালনা করে জেলার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। এ সময় তিন কেজি আফিম নিজ হেফাজতে রাখার দায়ে লেম থার সাং বম নামে এক যুবককে আটক করে থানায় হস্থান্তর করা হয়। উদ্ধার হওয়া আফিমের বাজার মূল্য প্রায় আড়াই কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী বলেন, আফিমসহ আটক মাদক কারবারী লেম থার সাং বমের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলচ্ছে বলে জানান তিনি।