কেউ কোথাও থাকেনা
আসলাম
কেউ থাকেনা যখন কাউকে না কাউকে
আমি বলতে চাই হৃদয়ের না বলা কথা গুলো ।
একে ডাকি ওকে ডাকি সবাই শাড়ির
আঁচল উড়িয়েচ লে যায় ।
চলে যায় সুদর্শন সব যুবকের সাথে ।
আমার চেহারা আমার তৈরী না ।
আমার অবয়বের জন্য আমি দায়ী না ।
তোমরা চলে যাও আমকে দেখে
হৃদযটা দেখার জন্য একটু দাডাও না ।
জান , এই হৃদয়ের সকল শ্রেষ্ট মমতা ,
ভালবাসা , প্রেম ,আমার নিজের তৈরী
অন্য কারো না ।
যেমন মাইকেলেন্জো
রেমের শ্রেষ্ট শ্বেত পাথর দিয়ে
ডেভিডের মূর্তি গড়েছিল ।
সেই হৃদয় তোমরা কেউ দেখলেনা ।
আমি কাউকে পেলামনা যৌবনে
পেলামনা বেলা শেষে হৃদয়টা খুলে দেখাতে ।
এখন আমার হৃদয়ও
ডেভিডের হৃদযের মত পাথুরে ।
আর কি তেমন ইচ্ছা হয়
কারুকে হৃদয়টা মেলে ধরতে ।
আমিও এখন মাকেলেন্জোর
ডেভিডের মত প্রাচীন ।
আমার ভালবাসাও প্রাচীন ।
আমার এখন কাউকে আর প্রয়োজন নাই