বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ০৫:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

হারিয়ে যাওয়া শিশু সেলিনা এখন সাভার থানা হেফাজতে

  • আপডেট সময় বুধবার, ৮ জুন, ২০২২, ২.১৪ পিএম
  • ২২৭ বার পড়া হয়েছে

হারিয়ে যাওয়ার দুই দিন পর শিশু সেলিনা (৭) এখন সাভার মডেল থানা পুলিশের হেফাজতে রয়েছে। বুধবার (৮ জুন) দুপুরে শিশুটিকে থানায় হস্তান্তর করেন ব্যবসায়ী মোহাম্মদ আদম আলী। এ সময় শিশুটির শরীরে জখমের চিহ্ন দেখা গেছে।

এর আগে গত ৬ জুন (সোমবার) সন্ধ্যায় সাভারের তেঁতুলঝোরা ইউনিয়নের ফুলবাড়িয়া বাজার-সংলগ্ন কাইয়ুম মার্কেটের সামনে শিশুকে কুড়িয়ে পান ডেকোরেটর ব্যবসায়ী আদম আলী।

এ বিষয়ে আদম আলী ঢাকা পোস্টকে বলেন, গত ৬ জুন কাইয়ুম মার্কেটে আমার দোকানের সামনে সেলিনা কান্নাকাটি করছিল। প্রায় এক ঘণ্টা তাকে পর্যবেক্ষণ করার পর তার কাছে যাই। সে হারিয়ে গেছে বলে জানালে আমি তাকে বাড়িতে নিয়ে যাই। পরদিন সাভারের বিভিন্ন এলাকায় মাইকিং করে তার খবর প্রচার করি।

তিনি আরও বলেন, গতকাল একটি রিকশা ভাড়া করে তাকে নিয়ে ফুলবাড়িয়ার প্রতিটি গলিতে ঘুরেছি। কিন্তু সে কিছুই চিনতে পারেনি। দুই দিন অতিবাহিত হলেও তার সন্ধানে কেউ না আসায় তাকে আজ সাভার মডেল থানায় হস্তান্তর করি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2025
Theme Developed BY ThemesBazar.Com