বুধবার, ২৩ জুলাই ২০২৫, ০৯:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

ডাক্তার দেখাতে বেরিয়ে শিক্ষক নিখোঁজ

  • আপডেট সময় মঙ্গলবার, ৭ জুন, ২০২২, ১১.০০ এএম
  • ২২৩ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক গুঞ্জন রায়ের (৪৭) খোঁজ পাচ্ছে না তার পরিবার। সোমবার (০৬ জুন) সকাল ৮টার দিকে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নিজ বাড়ি থেকে ডাক্তার দেখানোর জন্য রংপুরের উদ্দেশে রওনা হন তিনি। এরপর থেকে তার ব্যবহৃত মুঠোফোন নম্বর বন্ধ রয়েছে।

৪৭ বছর বয়সী স্কুলশিক্ষক গুঞ্জন রায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বৈদ্যের বাজার এলাকার বাসিন্দা। তিনি বৈরী আবহাওয়ায় মধ্যেই সকালে রংপুরের উদ্দেশে রওনা হন। এরপর থেকে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। পরিবারের লোকজন সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

গুঞ্জন রায়ের বয়স ৪৭ বছর। গায়ের রং ফর্সা, হালকা গড়ন, উচ্চতায় ৫ ফুট ৬ ইঞ্চি। বাড়ি থেকে বের হওয়ার সময় তার পরনে সাদা চেক শার্ট, খ্যাকি প্যান্ট, পায়ে কালো ফিতাওয়ালা চামড়ার জুতা ছিল। তিনি সাধু ভাষায় কথা বলেন।

স্কুলশিক্ষক গুঞ্জন রায়ের ভগ্নিপতি উজ্জ্বল রায় জানান, সকালের দিকে কুড়িগ্রাম জেলা শহরের কালেক্টরেট স্কুলের উদ্দেশে বাড়ি থেকে বের হন গুঞ্জন রায়। দুপুরের দিকে তার সঙ্গে কথা হলে জানায়, আমি ডাক্তার দেখাতে রংপুরে যাচ্ছি। সে মানসিক সমস্যায় ভুগছিল।

তিনি আরও বলেন, কিছুক্ষণ পর আবার তার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

প্রসঙ্গত, কেউ শিক্ষক গুঞ্জন রায়ের সন্ধান পেয়ে থাকলে রাজারহাট থানা পুলিশ অথবা রংপুর নগরের মাহিগঞ্জ থানায় যোগাযোগ করতে পারেন। চাইলে পরিবারের সঙ্গে ০১৭১২৭২১১৫৭ এই নম্বরে ফোন করে তথ্য দিয়ে সহায়তা করতে পারেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2025
Theme Developed BY ThemesBazar.Com