1. hrhfbd01977993@gmail.com : admi2017 :
  2. editorr@crimenewsmedia24.com : CrimeNews Media24 : CrimeNews Media24
  3. editor@crimenewsmedia24.com : CrimeNews Media24 : CrimeNews Media24
বুধবার, ২২ মে ২০২৪, ১২:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫
সংবাদ শিরোনাম ::
কৃষি খাতে ফলন বাড়াতে অস্ট্রেলিয়ার প্রযুক্তি সহায়তা চান প্রধানমন্ত্রী ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচলের অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী : ওবায়দুল কাদের সামান্য অর্থ বাঁচাতে গিয়ে বর্জ্য ব্যবস্থাপনাকে উপেক্ষা করে দেশ ধ্বংস করবেন না : প্রধানমন্ত্রী জাতি-ধর্ম নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন: রাষ্ট্রপতি ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে : প্রধানমন্ত্রী বিদেশী সাহায্যপ্রাপ্ত প্রকল্পগুলো দ্রুত সম্পন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী সরকারি বরাদ্দকৃত অর্থ নকল কাগজ তৈরি পূর্বক আত্মসাৎ ও লুটপাট তিতাসে দাবিকৃত চাঁদা না দেয়ায় গুলাগুলি, দুই ভাই আহত হজ যাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়াতে সৌদি আরবের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

দেশে ২ লাখ শ্রমিকের সংকট রয়েছে : ত্রাণ প্রতিমন্ত্রী

  • আপডেট সময় শুক্রবার, ২০ মে, ২০২২, ১১.৫২ পিএম
  • ৯৭ বার পড়া হয়েছে

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, বাংলাদেশে প্রায় ২ লাখ শ্রমিকের সংকট রয়েছে। বাংলাদেশ আজ বুঝেছে শ্রমিকের প্রয়োজনীয়তা। শুক্রবার (২০ মে) আশুলিয়ার জামগড়ার চিত্রশাইল এলাকার হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে মে দিবস উপলক্ষে আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশে শ্রমিক সংকট দেখা দিয়েছে। দেশে প্রায় ২ লাখ শ্রমিকের ঘাটতি রয়েছে। আপনারা যারা শিল্পকারখানায় কাজ করছেন, তারা বেকারদের কাজের জন্য আহ্বান জানান।

আপনারা জানেন যে শিল্পকারখানাগুলোতে কর্মের পরিবেশ ভালো, মজুরিও ভালো। এ কারণে তারা যেন বেকার না থাকেন। এর ফলে এক দিকে বেকার সমস্যা দুর হবে, অন্যদিকে শ্রমিক সংকটও দুর হবে। এ কাজটা করতে পারলে আমাদের শিল্পের বিকাশ হবে। শ্রমিকসংকটের কারণে শিল্পের কিন্তু বিকাশ হবে না। আমরা এক জায়গায় থেমে যাব।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শ্রমিকদের অত্যন্ত গুরুত্বের সাথে দেখছেন বলে আজ শ্রমিকরা ভালো আছে। প্রধানমন্ত্রী সবসময় শ্রমিকদের কথা ভাবেন। শ্রমিকদের নিয়ে আলোচনা করেন, শ্রমিকদের জন্য কাজ করেন। আপনারা প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন।

প্রত্যেকটা মানুষ ও শ্রমিক করোনা সংকটের মধ্যেও খেয়ে-পরে বেঁচে আছেন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, প্রতিটা ব্যবসা প্রতিষ্ঠান সচল আছে। ১ লাখ ৩৫ হাজার কোটি টাকার ১১১টি প্রণোদনা প্যাকেজ দেওয়া হয়েছিল করোনা সংকটের সময়। প্রধানমন্ত্রীর বিচক্ষণ সিদ্ধান্তের কারণে সম্পূর্ণ শিল্পপ্রতিষ্ঠান সচল ছিল। শ্রমিকদের কথা ভেবেই এসব প্রণোদনা দেওয়া হয়েছে।

এনামুর রহমান বলেন, দেশের প্রায় ১৪ কোটি মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে। এ ছাড়া প্রায় ৭২ শতাংশ মানুষকে টিকা দিয়ে দেশের করোনা নির্মূল করা হয়েছে। আমরা মাস্ক ছাড়া সমাবেশ করতে পারছি। দেশে এখন করোনায় মৃত্যু নেই। পৃথিবীর উন্নত দেশে হাজারো সংক্রমণ হচ্ছে। শত শত মানুষ মারা যাচ্ছে। সে তুলনায় দেশ অনেক ভালো রয়েছে। আরও ২৩ কোটি টিকা মজুদ রয়েছে, যা আগামীতে কয়েকটি দেশে এই টিকা দিয়ে সহায়তা করব।

তিনি বলেন, আমরা আগামী মাসে পদ্মা সেতু উদ্বোধন করব। গত মাসে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করেছি। এ ছাড়া নরসিংদীর পলাশে এশিয়ার সর্ববৃহৎ সার কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে গত মাসেই। এখানে উৎপাদন শুরু হলে আর সার আমদানি করতে হবে না।

বর্তমানে আমরা ২৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছি। বিদ্যুতের কোনো সংকট নেই, লোডশেডিং নেই। এসব উন্নয়ন বর্তমান প্রজন্ম দেখেছে। তারা নৌকা ছাড়া অন্য প্রতীকে ভোট দিবেন না বলে বিশ্বাস করি।

এ সময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, ভাইস চেয়ারম্যান শাহাদাত হোসেন খান, আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ আওয়ামী লীগ ও এর অংগঠনের নেতৃবৃন্দ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_crimenew87
© All rights reserved © 2015-2021
Site Customized Crimenewsmedia24.Com