মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

২৪০ কোটি টাকা বেতনে মার্টিনেজের দলে যাচ্ছেন দিবালা

  • আপডেট সময় শুক্রবার, ৬ মে, ২০২২, ১০.১২ এএম
  • ২১৩ বার পড়া হয়েছে

জুভেন্তাসের সঙ্গে সাত বছরের সম্পর্কের ইতি ঘটতে যাচ্ছে পাওলো দিবালার, খবরটা ফাঁস হয়ে গিয়েছিল আগেই। এবার জানা গেল তার নতুন গন্তব্য। আনুষ্ঠানিক কিছু নয়, তবে ইতালিয়ান সংবাদ মাধ্যম জানাচ্ছে, জাতীয় দল সতীর্থ লাওতারো মার্টিনেজের দল ইন্টার মিলান হতে যাচ্ছে তার নতুন ডেরা।

জুভেন্তাসের সঙ্গে দিবালার নতুন চুক্তির ব্যাপারে অনেকদিন আগে থেকেই আলোচনা হচ্ছিল। আরেকটু স্পষ্ট করে বললে, ২০২১ সাল থেকে। কিন্তু দুই পক্ষ শেষ অবধি পৌঁছাতে পারেনি সম্মতিতে। ফলে আগামী গ্রীষ্মে ফ্রি এজেন্ট হিসেবে দল ছাড়ছেন তিনি।

সেখানেই দিবালার অসন্তুষ্টির শুরু। জুভেন্তাস চলতি বছর তাকে দেয় বছরপ্রতি ৭০ কোটি টাকার একটা প্রস্তাব। সেটা আর মেনে নেননি তিনি। গত ২১ মার্চ ক্লাবের সঙ্গে তার এজেন্টের প্রায় দুই ঘণ্টার বৈঠক শেষে এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

এবার ইতালিয়ান সংবাদ মাধ্যম কালসিওমের্কাতো ও স্কাই স্পোর্তস ইতালিয়া বলছে, ইন্টার মিলানের সঙ্গে পাকা কথা হয়ে গেছে তার। সেখানে প্রতি বছর ৬০ কোটি টাকা আয় করবেন তিনি। দলটির সঙ্গে তার চুক্তিটা হবে ৪ বছরের। যার ফলে তার বেতনের পরিমাণটা দাঁড়াবে ২৪০ কোটি টাকা।

২০১২ সালে আর্জেন্টিনার ক্লাব ইনস্তিতুতো থেকে পালারমোর হয়ে খেলতে ইউরোপে আসেন দিবালা। ক্লাবটিতে তিন বছর কাটিয়ে ২০১৫ সালে যোগ দেন জুভেন্তাসে। ক্লাবটির হয়ে ২৮৩ ম্যাচ খেলে ১১৩ গোলের সঙ্গে ৪৮টি অ্যাসিস্ট করেছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2025
Theme Developed BY ThemesBazar.Com