আফ্রিকার মোজাম্বিক শাখা আওয়ামী লীগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।
শনিবার (৩০ এপ্রিল) মোজাম্বিকের মকুবায় এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শাখা আওয়ামী লীগের সভাপতি এম ইসলাম মিয়া। ইফতার মাহফিলে মকুবা সেন্ট্রাল মসজিদের খতিব মাওলানা আবু বক্কর রমজানের তাৎপর্য নিয়ে উপস্থিত মুসল্লিদের বিশেষ আলোচনা করেন।
ইফতার মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্যে আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। তারা দেশে চলমান উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আওয়ামী লীগকে পুনরায় ভোট দিয়ে ক্ষমতায় আনতে উপস্থিত নেতাকর্মীদের প্রতি সোচ্চার হওয়ার আহ্বান জানান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোজাম্বিক আওয়ামী লীগের অর্থ সম্পাদক কপিল উদ্দিন। এতে স্থানীয় মুসলিম কমিউনিটি, আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীসহ চার শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।