শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৫:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

রিয়ালকে ৪-০ গোলে হারিয়েই লিগ জেতার আনন্দ করে ফেলেছিল বার্সেলোনা

  • আপডেট সময় রবিবার, ১ মে, ২০২২, ৯.৫২ এএম
  • ২৫৮ বার পড়া হয়েছে

ইতিহাসে ৩৫তম বারের মতো লিগ শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। তবে এই জয়ের পথটা সহজ ছিল না মোটেও। বার্সেলোনার কাছে যে নিজ মাঠে ৪-০ গোলে হেরেছিল দলটা। সেই হারের ফলে ডার্বি ম্যাচে জেতার বড়াইয়ের অধিকারটা হয়তো পায়নি, তবে লিগটা ঠিকই জিতেছে রিয়াল। 

তাই বলে রিয়াল মাদ্রিদ গোলরক্ষক থিবো কোর্তোয়া সব ভুলে যাচ্ছেন না। লিগ জিতে বার্সেলোনাকে দারুণ একটা খোঁচাই দিয়ে বসলেন বেলজিয়ান এই ফুটবলার। জানালেন, রিয়ালকে হারিয়েই নাকি লিগ জেতার আনন্দ করে ফেলেছিল বার্সেলোনা!

এর আগে পরে উদযাপনটাও নেহায়েত কম করেনি বার্সা। সেটাই চোখে লেগেছে রিয়াল মাদ্রিদ গোলরক্ষকের। এতটাই যে, লিগ জেতার পরেও ভুলতে পারলেন না।

তবে জানালেন, এরপর স্নায়ুচাপ সামলে নিজেদের পারফর্ম্যান্স ধরে রাখাতেই লিগ জিতেছে রিয়াল। বললেন, ‘ক্ল্যাসিকোর পরের সময়টা গুরুত্বপূর্ণ ছিল। কেউ কেউ তো এমন উদযাপন করছিল, যেন তারা ফিরে এসে লিগটাই জিতে গেছে; তবে আমরা শান্ত থেকেছি, কঠিন এক ম্যাচে সেল্টা ভিগোকে হারিয়েছি, গেতাফেকে হারিয়েছি যা আমাদের জন্য সবসময়ই কঠিন হয়ে থাকে।’

পাশাপাশি আরও একটা ম্যাচকে বড় করে দেখলেন কোর্তোয়া। সেভিয়ার বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়েও জিতেছিল তার দল। সে ম্যাচ প্রসঙ্গে বলেন, ‘সেভিয়ার বিপক্ষে ম্যাচটাও গুরুত্বপূর্ণ ছিল। আমরা ২ গোলে পিছিয়ে পড়েও ফিরেছিলাম, যখন সবাই ভেবেছি আমরা মরেই গেছি। আর এটাই আমাদের প্রতিপক্ষদের মনোবল ভেঙে দিয়েছিল।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2025
Theme Developed BY ThemesBazar.Com