ইউক্রেনের কিয়েভে রাশিয়া-ইউক্রেন বন্ধুত্বের প্রতীক হিসেবে নির্মিত একটি ভাস্কর্য মঙ্গলবার ভেঙে ফেলা হয়েছে। রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরু করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো।
সোভিয়েত ইউনিয়নের ৬০ বছর পূর্তিতে কিয়েভে ১৯৮২ সালে ‘পিপলস ফ্রেন্ডশিপ আর্চ’ নামে একটি তোরণ নির্মাণ করা হয়েছিল। তার নিচে ছিল আট মিটার উঁচু একটি ব্রোঞ্জের ভাস্কর্য, যেটাতে একজন ইউক্রেনীয় ও একজন রুশ নাগরিককে দেখা যেত। রাশিয়া-ইউক্রেন বন্ধুত্বের প্রতীক ছিল এটি।
ভাস্কর্যটি ভেঙে ফেলার ব্যাপারে কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো বলেন, এখন আমরা দেখছি ‘ফ্রেন্ডশিপ’ বলতে কী বোঝায়- ইউক্রেনের শহর ধ্বংস করে দেওয়া হচ্ছে… হাজার হাজার শান্তিপ্রিয় মানুষকে হত্যা করা হচ্ছে। কিয়েভের মেয়র জানিয়েছেন, ‘পিপলস ফ্রেন্ডশিপ আর্চ’ থাকবে।
তবে এর নাম পরিবর্তন করে ‘আর্চ অব ফ্রিডম অব দ্য ইউক্রেনিয়ান পিপল’ করা হবে।