সিএনএমঃ
ডিএমপির লালবাগ থানার চঞ্চল্যকর রাজু আহমেদ হত্যা মামলার এজাহার নামীয় পলাতক ০২ (দুই) জন আসামী ও সন্দিগ্ধ দুই (০২) জন সহ মোট চার (০৪) জনকে ময়মনসিংহ জেলার গৌরীপুর থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-১০ ও র্যাব-১৪ এর যৌথ অভিযানিক দল ।
গত ০৫/০৮/২০২৪ খ্রিঃ তারিখ রাত আনুমানকি ১৯:৩০ ঘটিকায় রাজধানীর লালবাগ থানাধীন ৭১ নম্বর হোসেন উদ্দিন খান ১ম লেনের একটি রাস্তায় পাশে কতিপয় দুষ্কৃতিকারীরা বেশ কয়েকজন মিলে দেশীয় অস্ত্র (চাপাতি, লোহার রড, হকি-স্টিক ও লাঠি-সোটা) নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে পূর্বশত্রæতার জের ধরে মোঃ রাজু আহমেদ (২১)’কে তাদের হতে থাকা অস্ত্র-শস্ত্র দিয়ে এলোপাথাড়ি মারধর করে গুরুতর ও রক্তাক্ত জখম করে। অতঃপর তারা আনন্দ উল্লাস করতে করতে ঘটনাস্থল ত্যাগ করে। উক্ত ঘটনার পর স্থানীয় লোকজন ভিকটিম রাজুকে অচেতন অবস্থায় চিকিৎসার জন্য ধানমন্ডি সাত মসজিদ রোডস্থ সুপার স্পেশালাইজড হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ভিকটিম রাজুকে মৃত ঘোষনা করেন। উক্ত ঘটনায় মৃত ভিকটিম রাজুর বাবা আব্দুল মালেক (৬৯) বাদী হয়ে রাজধানীর লালবাগ থানায় চাঞ্চল্যকর রাজু হত্যাকান্ডে সরাসরি জড়িত পলাতক প্রধান আসামী রাতুলসহ ০৯ জন এবং অজ্ঞাতনামা আরো ২০/২৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-০২, তারিখ-০৫/০৯/২০২৪ খ্রি, ধারা-৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০। মামলা রুজুর বিষয়টি জানতে পেরে উক্ত হত্যাকান্ডে জড়িত সকল আসামীরা আত্মগোপনে চলে যায়।
উক্ত হত্যাকান্ডের বিষয়টি জানতে পেরে র্যাব-১০ এর একটি আভিযানিক দল হত্যাকান্ডে জড়িত সকল আসামীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও ছায়া তদন্ত শুরু করে।
গত ৩০/১০/২০২৪ খ্রিঃ তারিখ মাঝরাত আনুমানিক ০২:১৫ ঘটিকায় র্যাব-১০ এর উক্ত আভিযানিক দল তথ্য-প্রযুক্তির সহায়তা ও র্যাব-১৪ এর সহযোগীতায় ময়মনসিংহ জেলার গৌরীপুর থানাধীন রামগোপালপুর এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে রাজধানীর লালবাগ এলাকায় চাঞ্চল্যকর রাজু হত্যা মামলায় সরাসরি জড়িত এজাহারনামীয় পলাতক প্রধান আসামী ১। রাতুল (২১), পিতা-কানা আনিস, মামলার ৯ নং আসামী ২। নাঈম (২১), পিতা-মোঃ জাহিদ, উভয় সাং-বড়গ্রাম, থানা-কামরাঙ্গীরচর, জেলা-ঢাকা এবং সন্দিগ্ধ আরো দুই জন আসামী ৩। মোঃ তামিম (২০), পিতা-মোঃ রতন, সাং-ধুরিয়া, থানা-গৌরীপুর, জেলা-ময়মনসিংহ, ৪। মোঃ আল-আমিন (২০), পিতা-মোঃ রমজান আলী, সাং-পুরাহাটি, থানা-কেরানীগঞ্জ, জেলা-ঢাকা’কে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা উক্ত হত্যাকান্ডে তাদের সরাসরি সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে।
গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।