টেলিভিশনে ইসলামী অনুষ্ঠানের উপস্থাপক নুরুল ইসলাম ফারুকী হত্যা মামলায় ইসলামী বক্তা মুফতি কাজী ইব্রাহীমের জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
রোববার (২৪ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসী শুনানি শেষে এ আদেশ প্রদান করেন।
এদিন কাজী ইব্রাহীমের পক্ষে জামিন শুনানি করেন আইনজীবী শওকত উল্লাহ চৌধুরী। শুনানিতে তিনি বলেন, কাজী ইব্রাহীম ঘটনার সঙ্গে জড়িত নন। সামাজিক, আর্থিক, মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য তাকে মামলায় জড়ানো হয়েছে। মামলার ১২ বছর পর তাকে গ্রেফতার দেখানো হয়েছে। কোনো আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তার নাম বলেননি। দুই মাসের অধিক সময় ধরে এ মামলায় কারাগারে আছেন কাজী ইব্রাহিম। জামিন পেলে পলাতক হবে না। এছাড়া রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করেন।
উল্লেখ্য, ২০১৪ সালের ২৮ আগস্ট রাত ৯টার দিকে রাজধানীর পূর্ব রাজাবাজারের বাসায় মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। রাতেই তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ অভিযোগে হত্যা মামলা করা হয়। তাছাড়া গত বছর ২৮ সেপ্টেম্বর ভোর রাতে মোহাম্মদপুরের জাকির হোসেন রোডের বাসা থেকে কাজী ইব্রাহীমকে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে গত ২৩ ফেব্রুয়ারি ফারুকী হত্যা মামলায় কাজী ইব্রাহীমকে গ্রেফতার দেখানো হয়।