মানিকগঞ্জের সিংগাইরে র্যাবের গাড়িতে সশস্ত্র হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের গুলিতে র্যাবের দুই সদস্য আহত হয়েছে। আহতদের নাম প্রাথমিকভাবে জানতে পারেনি র্যাব।
বুধবার (২০ এপ্রিল) দিবাগত রাত দেড়টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সন্ত্রাসীদের সঙ্গে র্যাবের গোলাগুলিতে চলছে। বিষয়টি সময়ের আলোকে নিশ্চিত করেছেন র্যাব-৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক।
তিনি জানান, মানিকগঞ্জে একটি অভিযান শেষে আসামিদের নিয়ে ঢাকায় ফেরার পথে র্যাব গাড়িকে লক্ষ্য করে আকস্মিকভাবে গুলিবর্ষণ করে সন্ত্রাসীরা। গুলিতে র্যাবের মাইক্রোচালক ও সহযোগীদের গায়ে গুলি লাগে। ঘটনার পরপর র্যাব সদস্যরা পাল্টা গুলি ছুঁড়ে।
ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে র্যাব সদর দপ্তরের ফরেনসিক টিম। গুলিবর্ষণের ঘটনায় আহত ২ র্যাব সদস্যকে জরুরিভিত্তিতে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে।
অতিরিক্ত ডিআইজি আরো জানান, ধারণা করা হচ্ছে যাত্রীবাহী মাইক্রোবাস মনে করে সংঘবদ্ধ ছিনতাইকারীরা এই হামলা চালিয়েছে। বিস্তারিত পরে জানানো হবে। এখনো গোলাগুলি চলছে বলে তিনি জানান।