নাটোর প্রতিনিধিঃ
নাটোরের নগর ইউনিয়নের কয়েন গ্রামের ভ্যানচালক রেজাউল করিম। এক লাখ ১০ হাজার টাকায় নিজের ২২ দিনের কন্যা শিশুকে বিক্রি করে দেন ভ্যানচালক এক বাবা।
ঘটনা জানাজানি হলে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। অবশেষে শিশুটিকে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন।
কিছুদিন আগে প্রতিবেশী কয়েকজনের কাছ থেকে সুদে টাকা নেন। চক্রবৃদ্ধি হারে সেই সুদ বেড়ে দাঁড়ায় ৮০ হাজার টাকায়।
টাকা পরিশোধের জন্য সুদের কারবারিরা রেজাউলকে চাপ দেয়। এমনকি তার আয়ের একমাত্র উৎস ভ্যানটিও জোর করে নিয়ে যায়। এরপরও মহাজনরা চাপ দিলে ২২ দিনের কন্যা শিশুকে বিক্রির সিদ্ধান্ত নেন রেজাউল।
সন্তান বিক্রিতে স্ত্রী বাধা দিলে আত্মহত্যার হুমকি দেয় রেজাউল। বাধ্য হয়ে শিশুটিকে বিক্রির জন্য তুলে দেন স্ত্রী। পরে সুদের কারবারির এক আত্মীয়ের কাছে এক লাখ ১০ হাজার টাকায় সন্তানকে বিক্রি করে দেন বাবা।
মঙ্গলবার সন্ধ্যায় ঘটনা জানাজানি হলে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। খবর পেয়ে বুধবার শিশুটিকে মায়ের কোলে ফিরিয়ে দেয় স্থানীয় প্রশাসন। পাশাপাশি নগদ অর্থ, খাবার ও একটি ভ্যান কিনে দেয়া হয়। জমিসহ ঘর এবং ঋণ পরিশোধে সহায়তার আশ্বাসও দিয়েছে প্রশাসন।
শিশু কন্যার মা জানান,’মেয়ে ফিরে পেয়ে খুব ভালো লাগছে। আমার বাচ্চা এনে দিয়েছে। আমার খুব খুশি লাগছে।’
নাটোর জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ বলেন,’তার ঋণ পরিশোধসহ থাকার ব্যবস্থা, আয়ের ব্যবস্থা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমরা করে দিয়েছি।’
এই ঘটনায় পুলিশ সোমবার রাতে সুদ ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদ করেছে। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস পুলিশের।