চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্রের সামনে সমাবেশ করেছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ। রোববার (২৭ মার্চ) সকাল ১০টার দিকে ইতিহাস বিকৃতিকারী ও স্বাধীনতা বিরোধীদের অপচেষ্টার প্রতিবাদে এ সমাবেশ ও গণজামায়েত করে আওয়ামী লীগ।
এ সময় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতারা বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তি আগেও ইতিহাস বিকৃত করেছে, এখনও ইতিহাস বিকৃতির চেষ্টা করছে। বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষক আর জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে ঘোষণাপত্র পাঠ করেন।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি খোরশেদ আলম সুজন, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনসহ আওয়ামী লীগ নেতারা বক্তব্য রাখেন।
এছাড়া চট্টগ্রামের বহদ্দারহাট মোড় এলাকায় মিছিল ও সমাবেশ করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী।
এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল না তখনও রাজপথে ছিল। এখনও রাজপথে আছে আওয়ামী লীগ। রাজপথ সব সময় আওয়ামী লীগের দখলে ছিল। ইতিহাস বিকৃতিকারীরা যেন ইতিহাস বিকৃত করতে না পারে সে ব্যাপারে সবাইকে সর্তক থাকতে হবে।