বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ১১:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

ভাস্কর্যবিরোধীরা ধর্মকে শিল্পের প্রতিদ্বন্দ্বী বানাতে চায়

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২, ৯.২৪ পিএম
  • ২২৫ বার পড়া হয়েছে

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক বলেছেন, যে সমস্ত মুর্খরা ধর্মকে ইস্যু করে ভাস্কর্যের বিরোধিতা করে তারা জানে না ভাস্কর্য শুধুমাত্র বাংলাদেশে নয়, সারা বিশ্বের মুসলিম দেশে আছে। ভাস্কর্য তুরস্ক, ইন্দোনেশিয়াসহ সকল মুসলিম রাষ্ট্রেই আছে। এরা (ভাস্কর্যবিরোধী) ধর্মকে সব জায়গায় ব্যবহার করে ভালো ও সুন্দর বিষয়গুলোর সাথে ধর্মকে প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়।

আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ’ শীর্ষক বিশেষ ভাস্কর্য প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মহান ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধসহ সকল আন্দোলন ও অর্জনে ঢাকা বিশ্ববিদ্যালয় সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। বর্তমান সরকারের আমলেই দেশের শিল্প-সংস্কৃতিসহ সার্বিক উন্নয়ন ঘটেছে উল্লেখ করে তিনি বলেন, ভাস্কর্য শিল্পের বিকাশ ও প্রসারে নানাবিধ পরিকল্পনা নেওয়া হয়েছে।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে এই ব্যতিক্রমী প্রদর্শনীর আয়োজন করায় চারুকলা অনুষদসহ সরকারের সংশ্লিষ্টদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। তিনি বলেন, ভাস্কর্য শিল্প হচ্ছে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিবাদের অন্যতম শক্তিশালী হাতিয়ার। দেশের বিভিন্ন প্রান্তে স্থাপিত ভাস্কর্যগুলোর ইতিহাস ভবিষ্যত প্রজন্মের কাছে তুলে ধরার জন্য একটি ভাস্কর্য জাদুঘর নির্মাণ করা প্রয়োজন বলে উপাচার্য উল্লেখ করেন।

এ সময় ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, স্বাগত বক্তব্য দেন ভাস্কর্য বিভগের চেয়ারপারসন নাসিমা হক মিতু ও বিশেষ অতিথির বক্তব্য দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

মুক্তিযুদ্ধ বিষয়ক ভাস্কর্য চর্চায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ ভাস্কর হামিদুজ্জামান খানকে অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া, প্রদর্শিত ৩টি শিল্পকর্মকে পুরস্কৃত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2025
Theme Developed BY ThemesBazar.Com