বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৪:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

কেমন আছেন পুতিন?

  • আপডেট সময় শনিবার, ১৯ মার্চ, ২০২২, ৯.১৯ পিএম
  • ১৭৬ বার পড়া হয়েছে

‌‘রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সুস্থ আছেন। মানসিক দিক থেকেও ভালো আছেন। শুধু তাই নয়, আগের যেকোনো সময়ের চেয়ে ভালো অবস্থায় আছেন।’ জাপানের টেলিভিশন চ্যানেল টিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিনের ব্যাপারে এসব তথ্য দিয়েছেন তার অন্যতম ঘনিষ্ঠ মিত্র ও বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো।

শনিবার বেলারুশের সরকারি সংবাদসংস্থা বেলটা লুকাশেঙ্কোর ওই সাক্ষাৎকার প্রকাশ করেছে। এতে প্রেসিডেন্ট লুকাশেঙ্কো বলেছেন, তিনি (পুতিন) এবং আমি কেবল রাষ্ট্রপ্রধান হিসেবেই দেখা করিনি। বরং আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জায়গা থেকে সাক্ষাৎ করেছি। তিনি বলেন, ‘আমি তার সব ধরনের— বিশেষ করে রাষ্ট্রীয় এবং ব্যক্তিগত উভয় বিষয়ের সম্পূর্ণ গোপনীয় বিষয় সম্পর্কেও জানি।’

ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন পুতিন ‘অযৌক্তিক’ হয়ে উঠেছেন বলে মন্তব্য করেছেন। অন্যদিকে, ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটে তাকে ‘সম্পূর্ণ বিভ্রান্তিকর’ বলে অভিহিত করেছেন।

কিন্তু বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কো পশ্চিমা নেতাদের এমন মন্তব্য নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন, ‘পশ্চিম, এবং আপনার, এই বোকামি, এই কল্পকাহিনী মাথা থেকে সরিয়ে ফেলা উচিত।

‘পুতিন একেবারে ফিট, আগের চেয়ে ভালো অবস্থায় আছেন… তিনি একেবারে বুদ্ধিমান এবং সুস্থ ব্যক্তি। শারীরিকভাবেও সুস্থ আছেন। তিনি একজন ক্রীড়াবিদ।’

লুকাশেঙ্কো বলেছেন, ‘সোভিয়েত ইউনিয়নের পতন ছিল একটি ট্র্যাজেডি। যদি আজ পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন টিকে থাকত, তাহলে আমরা বিশ্বে সব ধরনের সংঘাত এড়াতে পারতাম।’

সূত্র: রয়টার্স।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2025
Theme Developed BY ThemesBazar.Com