ব্যাংক থেকে ঋণ নিয়ে পরিশোধ না করায় চট্টগ্রামের ব্যবসায়ী প্রতিষ্ঠান ইলিয়াছ ব্রাদার্স লিমিটেডের পাঁচ পরিচালককে পাঁচ মাসের কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।
বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. রেজাউল করিম।
আদালত সূত্রে জানা যায়, সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড খাতুনগঞ্জ শাখার ৮৫ কোটি ৫৮ লাখ ৮৬ হাজার ৯৯০ টাকার দাবিতে আসামিদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। ২০১৩ সালের ২৭ নভেম্বর মামলাটি দায়ের করা হয়। অর্থঋণ আদালতের জারি মামলা নম্বর ৭৭/১৩।
আদালতের বেঞ্চ সহকারী মো. রেজাউল করিম বলেন, সাউথ ইস্ট ব্যাংকের মামলায় পাঁচজনকে পাঁচ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। তাদের বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
অর্থঋণের মামলায় গত ৬ মার্চ ও ১৮ নভেম্বর একই আদালত এ পাঁচ আসামিকে পাঁচ মাসের কারাদণ্ড দিয়েছিলেন আদালত।