গণপূর্ত মন্ত্রণালয়ের প্রকল্পে মেয়াদ বৃদ্ধির ক্ষেত্রে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) নির্দেশনা মানতে বলেছে পরিকল্পনা কমিশন। এনইসির সিদ্ধান্ত মেনে প্রকল্প সংশোধনের জন্য পরিকল্পনা কমিশনের অনুমোদন নিতে বলা হয়েছে।
পরিকল্পনা কমিশনের কার্যক্রম বিভাগের উপপ্রধান উম্মে হাসিনা স্বাক্ষরিত চিঠি থেকে এ তথ্য জানা গেছে।
কার্যক্রম বিভাগের সংশ্লিষ্টরা জানান, আহসানাবাদ আবাসিক এলাকা উন্নয়ন শীর্ষক প্রকল্পের ব্যয় বৃদ্ধি ব্যতিরেকে বাস্তবায়ন মেয়াদ ১ বছর অর্থাৎ জুন ২০২২ পর্যন্ত বৃদ্ধি করার প্রস্তাব করে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। কিন্তু গত বছরের ২ মার্চ অনুষ্ঠিত এনইসির সভার নির্দেশনা মেনে প্রস্তাব দিতে বলেছে কার্যক্রম বিভাগ।
চিঠিতে বলা হয়, গত বছরের এনইসিতে ২০২০-২১ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে জুন ২০২১ এর মধ্যে ৪৪২টি প্রকল্প সমাপ্তির জন্য নির্দেশনা দেওয়া হয়। এর মধ্যে বিনিয়োগ প্রকল্প ছিল ৪০৩টি, কারিগরি সহায়তা প্রকল্প ২৭টি এবং নিজস্ব অর্থায়নে ১২টি প্রকল্প নির্ধারণ করা ছিল। সমাপ্তির জন্য নির্ধারিত এসব প্রকল্প জুন ২০২১ এর মধ্যে আবশ্যিকভাবে সমাপ্ত করতে হবে এবং এসব প্রকল্পের মেয়াদ আর বৃদ্ধি করা যাবে না। তবে সমাপ্তির জন্য নির্ধারিত কোন প্রকল্প শেষ করা সম্ভব না হলে প্রকল্পের মেয়াদ বৃদ্ধির আগে পরিকল্পনা কমিশনের কার্যক্রম বিভাগের পূর্বানুমোদন অথবা পরামর্শ নিতে হবে।
পরিকল্পনা কমিশনের কার্যক্রম বিভাগ জানায়, আলোচ্য প্রকল্পটির মেয়াদ বৃদ্ধির ক্ষেত্রে এনইসির উপযুক্ত সিদ্ধান্ত প্রতিপালন করা প্রয়োজন। এনইসি’র সিদ্ধান্ত প্রতিপালন শর্তে ‘আহসানবাদ আবাসিক এলাকা উন্নয়ন’ শীর্ষক প্রকল্পটির মেয়াদকাল এক বছর বৃদ্ধিতে সম্মতি জ্ঞাপন করা হলো।