নাটোরের উত্তরা গণভবন ও রাণী ভবানী রাজবাড়ী দর্শনার্থীদের জন্য সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী শনিবার (২৬ ফেব্রুয়ারি) ও রোববার (২৭ ফেব্রুয়ারি) নাটোরে পঞ্চম বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক মিলনমেলা অনুষ্ঠানের কারণে জেলা প্রশাসন এ ঘোষণা দিয়েছে।
জানা গেছে, আগামী ২৬ ও ২৭ ফেব্রুয়ারি নাটোরের উত্তরা গণভবনে পঞ্চম বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক মিলনমেলা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ওই অনুষ্ঠানে ভারতের ত্রিপুরা রাজ্য সরকারের উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মাসহ তিন মন্ত্রী উপস্থিত থাকবেন।
এছাড়া ওই অনুষ্ঠানে এতে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীসহ স্থানীয় সংসদ সদস্য ও জনপ্রতিনিধিরা অংশ নেবেন।
নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ ঢাকা পোস্টকে বলেন, পঞ্চম বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক মিলনমেলার নাটোরে আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। এই অনুষ্ঠানে ভারতের তিন মন্ত্রী ও মন্ত্রী পরিষদের সদস্যসহ দেশি-বিদেশি অতিথিবৃন্দ উপস্থিত থাকবেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে নাটোরের উত্তরা গণভবন ও রাণী ভবানী রাজবাড়ী দুই দিন দর্শনার্থীদের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।