একদিনের ব্যবধানে রাজধানী ঢাকার তাপমাত্রা কিছুটা কমেছে। অন্যদিকে তেঁতুলিয়ায় তাপমাত্রা কিছুটা বেড়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ ঢাকা পোস্টকে এ তথ্য জানান।
তিনি জানান, ‘আজ ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস এবং তেঁতুলিয়ায় ৯.৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ঢাকায় তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস এবং তেঁতুলিয়াতে ৯.৭ ডিগ্রি সেলসিয়াস। সে হিসেবে তেঁতুলিয়ার তাপমাত্রা বাড়লেও রাজধানীর তাপমাত্রা কিছুটা কমেছে।’
আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, আবহাওয়ার পূর্বাভাসে দিনাজপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, চুয়াডাঙ্গা এবং মৌলভীবাজারে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। বুধবার (১৯ জানুয়ারি) পর্যন্ত আবহাওয়ার পরিস্থিতি এরকম থাকতে পারে। ২০ জানুয়ারি থেকে ২২ জানুয়ারির মধ্যে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পর আবারও বিভিন্ন জেলায় শৈত্যপ্রবাহ শুরু হবে।