সিএনএম প্রতিনিধিঃ
চট্টগ্রাম নগরীর কর্ণফুলী উপজেলায় ৯০ লাখ টাকার ইয়াবাসহ ট্রাক চালক সৈয়দ নূর ও সহকারী ইমরান সাদেক গ্রেফতার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে সাড়ে ২৯ হাজার পিস ইয়াবা উদ্ধার ও সাথে থাকা দুটি পিকআপও জব্দ করা হয়।
বুধবার (২৬ মে) বিকাল ৩ টার দিকে উপজেলার দক্ষিণ শিকলবাহা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফাতারকৃতরা হলেন- কক্সবাজারের পূর্ব মরিচ্যাপালং এলাকার মীর আহম্মেদের ছেলে সৈয়দ নূর (২৮) ও উখিয়ার পশ্চিম মরিচ্যাপালং এলাকার মো. আব্দুল মালেকের ছেলে ইমরান সাদেক (২৫)।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শিকলবাহা এলাকায় গাড়ি তল্লাশিকালে একটি পিকআপ ভ্যানকে থামার সংকেত দিলে চালক-হেলপার পালানোর চেষ্টা করে। এক পর্যায়ে তাদের ধাওয়া দিয়ে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে পিকআপের ড্রাইভিং সিটের নিচ থেকে সাড়ে ২৯ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব ইয়াবার আনুমানিক মূল্য ৯০ লাখ টাকা।
পরে গ্রেফতারকৃত আসামীদেরকে কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয় ।