সিএনএম ডেস্ক:
গেলো বছর মুক্তি পেয়েছিল পোল্যান্ডের সিনেমা ‘৩৬৫ ডেইজ’। ইরোটিক ড্রামা ঘরানার এই সিনেমা নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছিল। কেননা সিনেমাটি ছিলো যৌনতায় ভরা।
এবার জানা গেলো, বিতর্কিত সেই সিনেমার সিক্যুয়েল আসছে। তাও আবার একটি নয়, দুটো।
একটি আন্তর্জাতিক গণমাধ্যমের সূত্রে জানা গেছে, দুটি সিকুয়েলেই থাকছেন মাইকেল মোরন, আনা-মারিয়া সিক্লুকা এবং ম্যাগডালেনা লামপারস্কা। তারা সবাই প্রথম সিনেমায় ছিলেন। নতুন দুই পর্বে যুক্ত হচ্ছেন সিমোন সুসিনা।
উল্লেখ্য, ‘৩৬৫ ডেইজ’ সিনেমাটি নির্মিত হয়েছে পোলিশ লেখক ব্ল্যাঙ্কা পিলিনস্কার লেখা ট্রিলজি বই ‘৩৬৫ দিনি’ অবলম্বনে। পুরো বিশ্বের সিনেমার মূল চরিত্র মাইকেল মোরোনকে নিয়ে মাতামাতি হলেও অনেকেই অশ্লীলতার দায়ে সিনেমাটি নিষিদ্ধ করার জন্য দাবি তুলেছিলেন। এই সিনেমায় ‘স্টকহোম সিন্ড্রোম’ এবং যৌন হয়রানির বিষয়টি উস্কে দেয়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে। সিনেমাটি মুক্তি পেয়েছিল নেটফ্লিক্সে।