সিএনএম প্রতিনিধিঃ
ময়মনসিংহের ভালুকায় দুই বছর সংসার করার পর মো. রাকিব মিয়া (২৩) নামে এক পোশাক শ্রমিকের নামে মামলা করেছেন তার স্ত্রী। এ ঘটনায় তাকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
রাকিব মিয়া উপজেলা বাদে পুরুড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন তিনি।
মঙ্গলবার (১১ মে) রাতে তার স্ত্রী রাকিব মিয়াকে আসামি করে মামলা করেন। মামলার পর রাতেই অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বলেন, বুধবার (১২ মে) সকালে ওই গার্মেন্টস কর্মীকে ফরেনসিক পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মামলার বরাত দিয়ে ওসি বলেন, একসঙ্গে গার্মেন্টসে কাজ করার সুবাদে প্রায় চার বছর আগে রাকিবের সঙ্গে পরিচয় হয় ওই নারীর। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দুই বছর প্রেম করার পর রাকিব নিজ বাড়িতে নিয়ে কাজী ডেকে তার সঙ্গে বিয়ে করেন। এরপর থেকে তারা স্বামী-স্ত্রী পরিচয়ে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের সিডস্টোর এলাকায় ভাড়া বাসায় থাকতেন।এ অবস্থায় রাকিবকে তাদের নিজ বাড়িতে নিতে বলেন ওই গার্মেন্টস কর্মী। তবে রাকিব তাকে স্ত্রীর মর্যাদা দিয়ে বাড়িতে নিতে না চাইলে তিনি মামলা করেন।