সিএনএমঃ
রাজধানীর কামরাঙ্গীরচরের কয়লাঘাট এলাকায় সামিয়া আক্তার সুগন্ধা (১৭ বছর) বয়সী এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
৯ ডিসেম্বর, সোমবার দিনগত রাত সাড়ে তিনটার দিকে এই আত্মহত্যার ঘটনাটি ঘটে।
স্বজনেরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ভোর সাড়ে ৫ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম জানান, মধ্যরাতে আমরা খবর পেয়ে কামরাঙ্গীরচর কয়লার ঘাটে ভুলুর বাড়ির পাঁচ তলার একটি কক্ষের বিছানার উপর থেকে সামিয়ার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল জরুরি নিয়ে আসা হয়। বিষয়টা বিস্তারিত জানার চেষ্টা চলছে।
মৃতা সামিয়ার খালা রিনা আক্তার জানান, আমার ভাগ্নি স্থানীয় একটি স্কুলের এসএসসি পরীক্ষার্থী ছিল। তার বাবা ডালিম ওরফে মাসুদ তাদেরকে রেখে দ্বিতীয় স্ত্রী নিয়ে অন্য এলাকায় থাকেন। তার মা রুনা বেগম ও বড় ভাই অনিককে সাথে নিয়ে কামরাঙ্গীরচর কয়লাঘাট বেড়িবাঁধ এলাকায় ভাড়া বাসায় থাকেন।
তিনি আরো বলেন, সামিয়ার মা এক আত্মীয়ের বাড়িতে ছিলেন। সোমবার রাতে বাসায় ছিলেন দুই ভাইবোন। সামিয়াকে বাসায় রেখে বড় ভাই অনিক বাহিরে যায়। পরে বাসায় এসে দরজা নক করলে তার কোন সাড়াশব্দ না পেয়ে পরে দরজার ছিটকানি ভেঙে ভিতরে ঢুকে দেখে, সামিয়া ফ্যানের সাথে ওড়না পেঁচানো অবস্থায় আছে।
পরে পাসের ভাড়াটিয়াদের সহযোগিতায় ঝুলন্ত সামিয়াকে নামিয়ে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।