সোমবার (৭ অক্টোবর) দুপুরে ঢাকেশ্বরী পূজামণ্ডপ পরিদর্শন শেষে এসব কথা জানান আইজিপি মাইনুল ইসলাম।
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। তবে এবার উদযাপন ঘিরে নিরাপত্তা ইস্যুতে উঠেছে নানা প্রশ্ন। দুপুরে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে আসেন পুলিশ প্রধান। পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি।
এ সময় আইজিপি জানান, পূজা ঘিরে জনমনে নিরাপত্তা শঙ্কা তৈরী হলেও ঝুঁকি মনে করছেন না পুলিশ। জঙ্গি তৎপড়তা এড়াতে সব ধরনের নিরাপত্তা নিশ্চিতের কথা জানান পুলিশ প্রধান।