সিএনএমঃ
শেরপুরের ঝিনাইগাতিতে ভারি বৃষ্টি আর পাহাড়ি ঢলে মহারশি নদীর বাঁধের চারটি স্থান ভেঙে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা।
শুক্রবার (৪ অক্টোবর) ভোরের দিকে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৪টি স্থান ভেঙে লোকালয়ে পানি ঢুকতে থাকে।
স্থানীয়রা জানায়, বৃষ্টি ও পাহাড়ি ঢলে গতকাল থেকেই মহারশি নদীতে পানি বাড়ছিলো। গভীর রাত থেকেই বেশ কয়েকটি স্থানে নদীর বাঁধ ভেঙে যায়। এরপর পানি ঢুকে ছড়িয়ে পড়ে বিভিন্ন এলাকায়।
এতে ঝিনাইগাতি সদর, ধানশাইল, মালিঝিকান্দা ও হাতীবান্ধা ইউনিয়নের অন্তত ৫০টি গ্রাম প্লাবিত হয়েছে। উপজেলা পরিষদ কার্যালয়, কৃষি অফিসহ বিভিন্ন সরকারি স্থাপনা ও বাড়িঘরেও ঢুকে পড়েছে পানি। তলিয়ে গেছে রাস্তাঘাট।
এতে ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের। এছাড়া ভেসে গেছে অনেক পুকুরের মাছ। পানিতে নিমজ্জিত হয়েছে বিস্তীর্ণ বোরো ক্ষেত।