সিএনএম সংবাদদাতা:
কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) সংসদ সদস্য, আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, উপমহাদেশের মধ্যে বাংলাদেশের মানুষ ধর্মীয় সম্প্রতিতে অন্যন্য উদাহরণ। সকল ধর্মের মানুষ মিলেমিশে সামাজিক ও ধর্মীয় উৎসব পালন করে। এদেশের মানুষ শান্তি ও নিরাপত্তা চায়। ধর্ম ও দেশের নিরাপত্তার জন্যই আওয়ামী লীগ সরকার আবারো ক্ষমতায়।
শুক্রবার (২৩ ডিসেম্বর) কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঢাকারগাঁও বড় মসজিদে জুম্মা নামাজের সময় এইসব কথা বলেন ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর।
ইঞ্জিনিয়ার আবদুস সবুর বলেন, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতেই দেশ, ধর্ম ও জনগণ নিরাপদ বোধ করে বলেই বারবার সরকার গঠন করছে বাংলাদেশ আওয়ামী লীগ।
আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আরও বলেন, এবার নব উদ্যোমী হয়ে সরকার গঠিত হয়েছে। সৃজনশীল ও আধুনিক বাংলাদেশ গঠন করতে জনগণ সরকারকে সহযোগিতা করবে। জনগনকে নিয়েই এগিয়ে যাবে এই সরকার।
এই সময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক ড. আব্দুল মান্নান জয়সহ স্থানীয় নেতৃবৃন্দ।