সিএনএমঃ
আগামী ৯ মার্চ সারাদেশে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন ও জেলা পরিষদের ২৩৩টি নির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবার (২৪ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম এই ঘোষণা দেন।
ইসি সচিব জানান, আগামী ১৩ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিল ও ১৫ ফেব্রুয়ারি যাচাই-বাছাই হবে। এছাড়া প্রার্থিতা প্রত্যাহার ২২ ফেব্রুয়ারি ও প্রতীক বরাদ্দ দেয়া হবে ২৩ ফেব্রুয়ারি।
তিনি জানান, ইউনিয়ন পরিষদের নির্বাচন ব্যালটে হলেও সিটি, পৌরসভা ও জেলা পরিষদের নির্বাচন ইভিএমে অনুষ্ঠিত হবে। এ সময় সবাইকে নির্বাচনে অংশ নেয়ার এবং ভোটারদের ভোট দেয়ার আহ্বান জানান তিনি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো আসন্ন উপজেলা নির্বাচনে অংশ নেবে না বিএনপি। মঙ্গলবার (২৩ জানুয়ারি) দলীয় সরকারের অধীনে কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় দাবি করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান।