সিএনএমঃ
ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন শম্ভুগঞ্জ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩৯০০ কেজি ভারতীয় চিনিসহ ০২ জন চোরাকারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ।
মঙ্গলবার ( ২৩ জানুয়ারি) রাত্র আনুমান ০০:৪০ ঘটিকার সময় অধিনায়ক, র্যাব-১৪ মহোদয়ের নির্দেশক্রমে র্যাব-১৪, সিপিএসসি এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন এলাকায় হতে পিকআপ তল্লাশী কালে সন্দিগ্ধ পিকআপটির ভিতরে থাকা আসামী ১। মোঃ মন্টু সরকার (৪৭), পিতা: মৃত অনিল চন্দ্র সরকার, গ্রাম: আকনপাড়া, থানা : হালুয়াঘাট, জেলা : ময়মনসিংহ এবং ২। মোঃ শফিকুল ইসলাম (২৬), পিতা: হাসমত আলী, গ্রাম: রঘুনাথপুর , থানা: হালুয়াঘাট, জেলা: ময়মনসিংহ ‘দ্বয়কে আটক করে।
ধৃত আসামীদের দখলে থাকা ট্রাক হতে ৩৯০০ কেজি ভারতীয় চিনি উদ্ধার করেন যার আনুমানিক বাজার মূল্য ৫,০৭,০০০/- টাকা, এছাড়াও নগদ ৭৮০০/- সহ একটি পিকআপ উদ্ধার করত জব্দ করেন।
গ্রেফতারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধান করে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে চোরাই পথে বিদেশী পণ্য শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে এনে নিজ হেফাজতে রেখে বিক্রয় করে আসছিলো। শুল্ক ফাঁকি দিয়ে বিদেশী পণ্য আমদানি এর বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
ধৃত আসামীদ্বয়কে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে ।