1. hrhfbd01977993@gmail.com : admi2017 :
  2. editorr@crimenewsmedia24.com : CrimeNews Media24 : CrimeNews Media24
  3. editor@crimenewsmedia24.com : CrimeNews Media24 : CrimeNews Media24
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০২:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

বিরহের আগ্নেয়গিরি —- জাহাঙ্গীর বারী

  • আপডেট সময় বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩, ৩.১৪ পিএম
  • ১২৭ বার পড়া হয়েছে

💘💘💘💘 #বিরহের_আগ্নেয়গিরি 💘💘💘💘
🔷🔷🔷🔷 #জাহাঙ্গীর_বারী 🔷🔷🔷🔷
আগ্নেয়গিরির অগ্নুৎপাতে নির্গত হয় লাভা,
অন্তরের বিরহের সুপ্ত আগ্নেয়গিরি যে আছে তা জানে কেবা।
আমার এই আগ্নেয়গিরির হয় না অগ্নুৎপাত,
শুধু হয় নয়নের বারিপাত।

নয়নের জলে হয় কি কষ্ট অনুভব,
উল্লাসেও মানুষ কাঁদে বিরহটা থেকে যায় নীরব।
বিরহ মাপার নেই কোনো যন্ত্র,
বিরহ দমনের নেই কোনো মন্ত্র।

নিজের বিরহ ব্যথা নিজেরই সইতে হয়,
শুভাকাঙ্ক্ষী হয়ে কেউ আর কাছে রয়।
যার যার স্বপ্ন সাজাতে সবাই ব্যস্ত,
বিরহ ব্যথাটা যেন আমার উপরই ন্যস্ত।

কেউ আর নেয় না এখন সুখ দুঃখের খোঁজ,
ভেতরের আমিত্বটা প্রতিনিয়ত হয় নিখোঁজ।
সুখ প্রলোভনে সবাই থাকে প্রতীক্ষায়,
আর আমি দুঃখ নিয়েই ঠাঁই দাঁড়িয়ে আঁধারের মরীচিকায়।

বিভাবরীর দ্বি-প্রহরে আচম্বিত ভেঙে যায় ঘুম,
নয়নে অবলোকন হয় দুঃস্বপ্ন দিচ্ছে ললাটে চুম।
স্বপ্নচারিণী হয়ে আসে না কেউ স্বপ্ন পুরীর দ্বারে,
ঘুম ঘুম চোখে তাদেরকে খুঁজে যাই বারে বারে।

কাঁটা ঘেরায় জীবনটায় উঁকি দেয় শুধু বিরহ,
বিরহের আগ্নেয়গিরির হবে বিস্ফোরণ জানবে না কেহ।
তখন থাকবে না এই জীবন থাকবে না এই দেহ,
বিলীন হয়ে যাবে আমার দেওয়া আদর মমতা স্নেহ।
#বারী_ও_নীল_কাব্য Jahangir Bari

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_crimenew87
© All rights reserved © 2015-2021
Site Customized Crimenewsmedia24.Com